শরণখোলায় আরও ১৬ জন করোনা পজিটিভ

 শরণখোলায়  আরও  ১৬ জন করোনা পজিটিভ 

শরণখোলায় করোনা পরিস্থিতি ভয়ংকর রূপ ধারন করতে চলেছে। আজ (২৭/০৬/২১) শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য ১৬ জন পজেটিভ হয়েছে। নারী ১২ ও পুরুষ ০৪ জন।
শনাক্তরা হলেন, রায়েন্দা বাজারের বেলাল মিয়ার স্ত্রী লিপি (৩০), বেলার মিয়ার মেয়ে সাকিরা (১৪), জাহাঙ্গীর মিয়ার মেয়ে সাপিয়া (১৫), কাশেম হাওলাদারের ছেলে সেলিম (৪৮), জাহাঙ্গীর মিয়ার মেয়ে ঔশি (২৩), জাহাঙ্গীর আলমের স্ত্রী রোজি আকতার (৪০), নলবুনিয়ার আঃ রশিদের স্ত্রী সাহেরা বেগম (৭৫), খোন্তাকাটার নুরুল ইসলামের স্ত্রী তাসলিমা (৪০), সাউথখালীর উত্তর তাফালবাড়ির আরিফ মিয়ার স্ত্রী সোনিয়া (২২), উত্তর রাজাপুরের সাইদুর রহমানের ছেলে নুরুল ইসলাম (৭৫), ধানসাগরের রশিদ হাওলাদারের স্ত্রী জাহানারা (৬০), উত্তর আমড়াগাছিয়ার হালিম মোল্লার ছেলে লুৎফর (৬০), একই গ্রামের রাসেল মোল্লার স্ত্রী রাহেলা (৫০), খাউলিয়ার খেজুরবাড়িয়ার জজ আলী হাওলাদারের ছেলে ইউনুচ আলী (৭২), ইউনুচ হাওলাদারের স্ত্রী মোমেনা (৭০) ও মান্নান তালুকদারের স্ত্রী সাফিয়া (৫০)।

Verification code text : 41GFDSA4CGHAYDB2@

Leave a Comment