শরণখোলাতে আজ ৭ জন করোনা পজিটিভ

বর্তমান করোনা পরিস্থিতিতে বাগেরহাট জেলা প্রশাসক  কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। .তারই ধারাবাহিকতায় বাগেরহাটের নয়টি উপজেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। শরণখোলা উপজেলা এই লকডাউন এর অন্তর্ভুক্ত। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে শরণখোলার মানুষ সেই লকডাউন মেনে চলছে না। তারা কোনো স্বাস্থ্যবিধি মানছে না।  হাটে বাজারে  সর্বত্র জনসমাগম চলছেই।  তাই অন্যান্য উপজেলার  পাশাপাশি শরণখোলা উপজেলা করোনার সংক্রমণ ক্রমেই ঊর্ধ্বগতি হচ্ছে।  শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ (২৬/০৬/২১)

 

২৫ জনের করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্য সাত জন পজেটিভ হয়েছে। এরা হলেন, রায়েন্দা বাজারের বাদল কর্মকারের ছেলে সূর্য কর্মকার (১১), বাদল কর্মকারের স্ত্রী সীমা কর্মকার (৩২), পূর্ব খাদার মকবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৫৭), আনোয়ার হোসেনের স্ত্রী নুরুন নাহার (৫৫), চাল রায়েন্দা গ্রামের আজাহার আলীর ছেলে আঃ মান্নান মীর (৮০), বকুলতলার লতিফ শরীফের মেয়ে আফিফা (২০) ও সোনাতলার বেলায়েত খলিফার স্ত্রী তাহেরা (৪০)।

Verification code text : 41GFDSA4CGHAYDB2@

Leave a Comment