রহস্যময়ী দীপ্ত টিভি পর্ব ৪৯ বাংলা ডাবিং। Rohossomoyi bangla dubbing episode 49
প্রাচীন চীনের ওয়েই সাম্রাজ্যের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত চীনা ধারাবাহিক ‘প্রিন্সেস এজেন্টস’ দেখাবে দীপ্ত টিভি যার নাম রহস্যময়ী।
“রহস্যময়ী দীপ্ত টিভি ‘ এপিসোড দেখতে নিচে নামুন
বাংলায় ডাব করা এই সিরিজ দীপ্ত টিভিতে সোমবার থেকে প্রতিদিন বিকাল ৫টা ৫০ মিনিট এবং রাত ৯টায় প্রচার হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মোর্শেদ সিদ্দিকী মরু এবং প্রযোজনা করেছেন তসলিমা তাহরিন।
রহস্যময়ী দীপ্ত টিভি ‘ এপিসোড দেখতে নিচে নামুন
তিনটি অভিজাত বংশ ওয়েই, ইউয়েন আর ঝাওদের নিয়ে এগিয়ে যায় ‘প্রিন্সেস এজেন্টস’র গল্প। তার সঙ্গে যুক্ত হয় উত্তর ইয়ানের, ইয়ান পরিবার এবং কয়েকটি সামরিক গোয়েন্দা সংস্থা। প্রাদেশিক শাসনকর্তারা যেনো বিদ্রোহ করতে না পারে, সেজন্য ওয়েই সম্রাট সব প্রাদেশিক শাসনকর্তাদের একজন করে ছেলেকে নিজের কাছে এনে রাখেন।
রহস্যময়ী দীপ্ত টিভি ‘ এপিসোড দেখতে নিচে নামুন
গল্পে দেখা যায় মার্কুইস ডিংবেই নামে পরিচিত উত্তর ইয়ানের শাসনকর্তা ইয়ান শিচেংয়ের ছেলে প্রিন্স ইয়ান শুন সম্রাটের কাছে বড় হতে থাকে।
রহস্যময়ী দীপ্ত টিভি ‘ এপিসোড দেখতে নিচে নামুন
গল্পে ইউয়েন পরিবারের দুজন উত্তরসূরি। ইউয়েন ইউয়ে ও ইউয়েন হুয়ায়। ইউয়েন ইউয়ে অত্যন্ত ধীরস্থির, সৎ এবং কোমল মানসিকতা সম্পন্ন হলেও ইউয়েন হুয়ায় বেশ নিষ্ঠুর আর চঞ্চল। সে যেভাবেই হোক ইউয়েন ইউয়েকে পথ থেকে সরিয়ে দিতে চায়।
রহস্যময়ী দীপ্ত টিভি ‘ এপিসোড দেখতে এপিসোড নিচে নামুন
ঘটনাক্রমে ইউয়েন পরিবারে আগমন ঘটে গুপ্তচর লু’হির মেয়ে চু-চিয়াওর। অতীতের কিছুই মনে করতে পারে না চু-চিয়াও। নিজের যোগ্যতা দিয়ে সে ইউয়েন ইউয়ের ব্যক্তিগত দাসী নির্বাচিত হয়। প্রথম দেখাতেই চু-চিয়াওর প্রেমে পড়ে যায় লর্ড ইউয়েন ইউয়ে কিন্তু নিজের সামাজিক অবস্থানের জন্য বিষয়টাকে সে কোনভাবেই প্রকাশ হতে দিতে চায় না।
রহস্যময়ী দীপ্ত টিভি ‘ এপিসোড দেখতে নিচে নামুন।
এপিসোড আপডেট করা হইছে।নিচে ভিডিও আইকনে ক্লিক করে ভিডিও দেখুন।
ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিংকঃ ক্লিক করে নিন।
ভিডিও প্লে না হলে অথবা ডাউনলোড লেখা উঠে থাকলে প্লে স্টোর থেকে (Mozila Firefox) ব্রাউজার ডাউনলোড করে লিংক ওপেন করুন।অথবা mehenajteam.xyz লিখে ওই ব্রাউজার এ গিয়ে সার্চ করুন।তাহলে আর কোনোদিন এপিসোড দেখতে সমসস্যা হবেনা।
অন্যদিকে মার্শাল আর্টে দক্ষতা দেখে চু-চিয়াওর প্রেমে পড়ে যায় প্রিন্স ইয়ান শুন। ইউয়েন, ঝাও আর ওয়েইদের মিলিত ষড়যন্ত্রে প্রিন্স ইয়ান শুনের বাবা মার্কুইস ডিংবেই এবং তার পুরো পরিবার প্রাণ হারায়। পরিবারের সাথে না থাকায় প্রাণে বেঁচে যায় প্রিন্স ইয়ান শুন। কিন্তু তরুন লর্ডরা যেভাবেই হোক ইয়ান শুনকে সরিয়ে দিতে চায়। অন্যদিকে সম্রাট চান ইয়ান শুনকে গৃহবন্দী রেখে উত্তর ইয়ানের উপর নিয়ন্ত্রণ।
এভাবেই এগিয়ে যায় ‘প্রিন্সেস এজেন্টস’র গল্প।