মাল্টা এম্বাসি বাংলাদেশ কবে খুলবে ?

মাল্টা এম্বাসি বাংলাদেশ কবে খুলবে এই বিষয়ে আমাদের আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে।চলুন তাহলে জেনে নেই। মালটা ইউরোপের একটি উন্নত দেশ। বাংলাদেশ থেকে বহু প্রবাসী মাল্টা কাজের উদ্দেশ্যে যায়। বর্তমানে বাংলাদেশ থেকে খুব সহজেই মালটা যাওয়া যায়। এখন থেকে ঢাকা থেকে সরাসরি ইউরোপের দেশ মালটার ভিসা পাওয়া যাবে। বর্তমানে উন্নত দেশ গ্রিস এবং মাল্টায় বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে। 


মালটা সরকার ঢাকার বিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশের শ্রমিকদের ভিসার আবেদন প্রক্রিয়া করে থাকে। এবং বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার শ্রমিক মাল্টা নিযুক্ত করে থাকে। মালটা এম্বাসি বাংলাদেশে ২০২২ সালের ১৯শে জুলাই চালু হয়। 

মাল্টা এম্বাসি বাংলাদেশ কবে খুলবে

মালটা এম্বাসি বাংলাদেশে কবে খুলবে। তাদের প্রশ্নের উত্তর এবং অবশেষে তাদের অপেক্ষার প্রহর শেষ করে মালটা এম্বাসি বাংলাদেশে ২০২২ সালের ১৯শে জুলাই এম্বাসি চালু করে। 

এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইউরোপের অবস্থিত যে সমস্ত বাংলাদেশি কূটনৈতিক মিশন রয়েছে সেই মিশনের মাধ্যমে বাংলাদেশী শ্রমিকদের মাল্টা পাঠানোর জন্য কাজ করে যাচ্ছে। তাই এখন থেকে বাংলাদেশী শ্রমিকরা খুব সহজেই মালটা যেতে পারবে। 

মাল্টা এম্বাসি ইন্ডিয়া কবে খুলবে

যে সমস্ত বাঙালিরা ভারতে বসবাস করেন তাদের মনে কি প্রশ্ন মালটাই এম্বাসি ইন্ডিয়া কবে খুলবে। তাই তাদের জন্য সুখবর হচ্ছে একই দিনে ভারত এম্বাসি এবং মাল্টি এম্বাসি চুক্তি করেছে। ২০২২ সালের ১৯শে জুলাই থেকে ভারত থেকে মালটা দূতাবাস চালু হয়েছে। তাই এখন থেকে শুধু বাংলাদেশী নয় ভারত থেকেও মাল্টার উদ্দেশ্য কাজের ভিসার মাধ্যমে প্রবাসীরা যেতে পারবে। 

মাল্টা এম্বাসি বাংলাদেশে কবে চালু হবে?

এখন থেকে বাংলাদেশ এবং মালটার রাষ্ট্রীয় দূতাবাসের মাধ্যমে খুব সহজেই মালটায় যেতে পারবে। এবং কোন ধরনের কোন সিন্ডিকেট বা দালালের কাছে আর যেতে হবে না। এবং এই মালটার ভিসা ঢাকা থেকেই খুব সহজেই পাওয়া যাবে। 

তাই মালটা এম্বাসি কবে খুলবে সেটা আপনার অবশ্যই জেনেছেন। এবং বাংলাদেশ থেকে মালটা যাওয়া যাবে কিনা সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। বাংলাদেশ থেকে মালটা আপনি যেতে পারবেন কিনা সেটা আপনি জানতে পেরেছেন। আমাদের আর্টিকেল যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। এবং আমাদের গুগল নিউজটি ফলো করে রাখুন। 

Leave a Comment