নাকের এলার্জির হোমিও ঔষধের নাম (Best homeopathic medicine for allergic rhinitis)

নাকের এলার্জির হোমিও ঔষধের নাম কি সেটা আমরা অনেকেই খোঁজাখুঁজি করে থাকি এবং আমরা সে বিষয়ে কোনো সমাধান পাইনি তাই আমাদের আজকের আর্টিকেলে আলোচনা করা হবে নাকের এলার্জির হোমিও ঔষধ এর নাম কি সে সম্পর্কে চলুন তাহলে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 

বর্তমানে কমবেশি সবারই অ্যালার্জির সমস্যা রয়েছে এবং এলার্জির হোমিও ঔষধ ভীষণভাবে কার্যকারী যদি হোমিও ঔষধের নির্দিষ্ট নিয়মে ব্যবহার করা যায় এবং বিভিন্ন এলার্জির সমস্যাগুলো হোমিও ঔষধের মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব। 

আমাদের যখন সিজন চেঞ্জ হয় তখন অ্যালার্জির সমস্যা গুলো বেশিরভাগ ভাবে দেখা যায় যেমন শ্বাসকষ্ট বা শীতের মৌসুমে নাকের সমস্যা বেশিরভাগ মানুষের দেখা দেয় এ কারণে নাকের এলার্জির হোমিও ঔষধের নাম জান আমাদের একান্ত প্রয়োজন এবং চিকিৎসকরাও সেই বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। 

নাকের এলার্জির হোমিও ঔষধের নাম

নাকের এলার্জি দূর করার জন্য কিছু হোমিও ঔষধ রয়েছে সেগুলোর নাম নিচে প্রদান করা হলো

Allium Cepa (অ্যালিয়াম সিপা):

এই ওষুধটি চোখ এবং নাকের জ্বালাপোড়া চোখ থেকে পানি পড়া চোখের পাতা ফুলে ওঠা চোখ থেকে অবিরাম পানি পড়া এবং চোখের সঙ্গ দিল অবস্থা হওয়া বা ঠান্ডা থেকে গরম হয়ে যাওয়ার পর চোখ থেকে পানি ঝরা হাসি কাশি হওয়া এবং মাথা ব্যাথা সহ নানা ধরনের রোগের জন্য কার্যকরী হোমিও ঔষধ। 

Dulcamara (দুলকামারা):

একটানা হাসি হওয়া চোখ থেকে প্রচন্ড পরিমাণে গরম বের হওয়া এবং নাক পুরোপুরি আটকে যাওয়া সমস্যা দেখা দিলে এই ঔষধটি ব্যবহার করতে হয়। 

আয়লানথাস গ্ল্যান্ডুলাস ৪ এক্সঃ

এই ঔষধটি নাকের ইনফেকশন প্রতিরোধ করে এবং ইনফেকশনের কারণে যদি নাকের এলার্জি হয়ে থাকে তা প্রতিরোধ করতে সাহায্য করে। 

কোমোক্লেডিয়া ৬ এক্সঃ

এটি চোখের জল চোখের চুলকানি এবং চোখের চামড়ার যদি চুলকানি হয় তা খুব সহজেই দূর করে ফেলে। 

ইউফ্রেশিয়া ৬ এক্সঃ

এই হোমিও ঔষধ টিম চোখের জল চোখে চোখ থেকে অবিরাম পানি ঝরা নাকের জল এবং নাক থেকে অবিরাম পানি ঝরা এবং নাকে সর্দি এলার্জি থাকে তা খুব সহজেই দূর করে ফেলে। 

গ্র্যাটিওলা ৪ এক্সঃ

এই হোমিও ঔষধ টি পেটের সমস্যা যদি থাকে যদি এলার্জির কারণে সমস্যা হয় তা দূর করে ফেলে। 

বি সি-৫

নাকের এলার্জি দূর করার জন্য কার্যকারী বায়োকেমিক কম্বিনেশন হল bc547 যে সমস্ত বায়োকেমিক ঔষধ মেশানো হয়েছে তা হচ্ছে ফেরাম ফস আবহাওয়া পরিবর্তন জনিত যদি নাকের ঠান্ডা লেগে এলার্জি তৈরি হয় তা খুব সহজেই দূর করে ফেলে এবং এতে রয়েছে এবং ইত্যাদি বায়োকেমিক ঔষধ এলার্জির ক্ষেত্রে খুবই কার্যকরী ঔষধ। 

এলিয়াম সিপা-৩০

নাকের এলার্জি দূর করার জন্য আরও একটি ওষুধ রয়েছে এটি হোমিও ঔষধ এর নাম হচ্ছে এলিয়াম সিপা থার্টি এই ঔষধটি জিভ দিয়ে তিন চারটা করে খেতে হয় যদি শরীরে চর্ম অথবা কোষ্ঠকাঠিন্য রোগ থাকে তাহলে এই ওষুধ খেতে হয় এছাড়াও এলার্জি এলার্জি রয়েছে তারাও এই ওষুধ সেবন করতে পারবেন। 

আশাকরি নাকের এলার্জির হোমিও ঔষধ সম্পর্কে আপনারা বিস্তারিতভাবে ধারণা পেয়ে গিয়েছেন। 

Leave a Comment