ঘাস ছাড়া গরু মোটাতাজাকরণ পদ্ধতি — সম্পর্কে আলোচনা করা হবে আমাদের আজকের এই আর্টিকেলে চলুন তাহলে জেনে নেই কিভাবে ঘাস ছাড়া গরু মোটাতাজা করন করা সম্ভব।
ঘাস সাইলেজ ছাড়াই কম খরচে আপনি খুব সহজেই গরু মোটাতাজাকরণ করতে পারবেন এবং হৃষ্টপুষ্ট করতে পারবেন দেশের অধিকাংশ তরুণ এই পদ্ধতি অবলম্বন করে গরু মোটাতাজাকরণ পদ্ধতি এবং স্বাবলম্বী হচ্ছে।
দেশে এবং দেশের বাহিরে উন্নত পদ্ধতিতে ফ্যাটেনিং টিএমআর করে গরুকে খাবার খাওয়ানো হয় টিএমআর অর্থ হল টোটাল মিগ্রেশন যেখানে থাকে রাফেজ দানাদার এবং সাপ্লিমেন্ট।
বিদেশে রাজ্যের মধ্য ধানের খড় আলফালফা কন্সাইন্স থাকতে পারে তবে দানাদার এর মধ্যবর্তী স্টিলের গ্রিল গমের ভুসি সাপ্লিমেন্ট এর মধ্যে এমন কিছু উপাদান থাকে যেখানে ভিটামিন মিনারেল সিলেটসহ গরুর অন্যান্য পুষ্টি উপাদান থাকে এই সমস্ত উপাদান গরুর খাদ্য হজম করার জন্য গরুর পেটের ভিতরে কোন ফরমেট প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করে একটি গরু দৈহিক বৃদ্ধির জন্য যা যা দরকার তার সবকিছুই এটিএম আর পদ্ধতিতে প্রদান করা সম্ভব।
প্রিয় পাঠক আপনারা যারা ধানের জমি অথবা ঘাস উৎপাদনের জন্য পর্যাপ্ত জমি নেই তাদের জন্য এই টিএমআর পদ্ধতি বেশ কার্যকর তবে গরুর বৃদ্ধির জন্য কাঁচা ঘাসের বিকল্প নেই সেটা অবশ্যই কিন্তু যাদের কাঁচা ঘাস উৎপাদনের জন্য সমস্যায় ভুগছেন তাদের জন্য এই টিএমআর পদ্ধতি অর্থাৎ দানাদার পদ্ধতিতে আপনি কাজ করতে পারেন।
এই দানাদার খাবার কি দিয়ে তৈরি
- ভুট্টা ২৫%
- রাইস ব্রান ২০%
- সয়াবিন মিল ২৫%
- গমের ভুষি ২৫%
- লবন ০.৫%
- মিনারেলস ০.৫%
- সাপ্লিমেন্ট ০.৫%
- চিটাগুড় (ড্রাই) ৩.৩%
- ইস্ট ০.২%
১০০ কেজি লাইভ বডি ওয়েট এর গরুর জন্য প্রতিদিন দেড় কেজি দানাদার খাবার দিতে হবে অর্থাৎ গরুর যদি আবার ওজন ৪০০ কেজি হয় তাহলে সাড়ে ৪ কেজি দানাদার খাবার দিতে হবে অর্থাৎ প্রতি ১০০ কেজিতে ১.০২ কেজি খাবার প্রদান করলেই গরুর একটু কষ্ট হবে।
আপনারা যারা ঘাস দিয়ে গরু লালন পালন করছেন তারা যদি চিন্তা করেন আগামীকাল ঘাস ছাড়া গরু কে শুধু দানাদার খাবার খাওয়াতে হবে তাহলে 300 থেকে 350 কেজি ওয়েট এর গরুর জন্য প্রতিদিন 2 থেকে 3 কেজি দানাদার খাবার দিলে হয়ে যাবে।