সৌদি আরবে তারাবির নামাজ কত রাকাত –একটি দালিলিক বিশ্লেষণ

সৌদি আরবে তারাবির নামাজ কত রাকাত একটি দালিলিক বিশ্লেষণ–আসসালামুআলাইকুম প্রিয় পাঠক, কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজকে আমাদের আর্টিকেলে আলোচনা করা হবে সৌদি আরবে তারাবির নামাজ কত রাকাত সেই সম্পর্কে। তারাবির নামাজ নিয়ে একটু যুক্তিতর্ক রয়েছে। তাই আজকে বিভিন্ন দলিল থেকে বিশ্লেষণ করে আমাদের এই আর্টিকেলটি সাজানো হয়েছে।

তারাবির নামাজ কি ?

তারাবি শব্দটি একবচন হচ্ছে তারবিয়াতুল এর আভিধানিক অর্থ হচ্ছে বর্ষা বিশ্রাম করা অথবা আরাম করা ইসলাম ধর্মে তারাবির বা কিয়ামুল লাইল হোক রাতের সাজ এটি মুসলমানগন রমজান মাস ব্যাপী প্রতি রাতে এশার ফরজ নামাজের পর আদায় করে থাকেন
তারাবির সালাত মূলত দুই রাকাত করে যেকোনো সংখ্যক রাকাত পড়া যায় তারাবির সালাতের পর বিতরের সালাত পড়া হয়ে থাকে
এখানে উল্লেখ্য যে তারাবির নামাজের নির্দিষ্ট কোন রাকাত করা হয়নি। হানাফী শাফিঈ এবং হাম্বলী শেখের অনুসারীগণ ২০ রাকাত এবং মালিকের অনুসারীগণ ৩৬ রাকাত এবং আহলে হাদীসরা ৮ রাকাত তারাবি নামাজ পড়ে থাকেন। 
তারাবির নামাজের গুরুত্ব সম্পর্কে হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত “যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে এবং একান্ত আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য তারাবির নামাজ পড়বে তার  পূর্ববর্তী গুনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হয়। “
‘নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবিহ নামাজকে সুন্নাত করেছি। যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানে দিনে রোজা পালন করবে ও রাতে তারাবিহ নামাজ আদায় করবে, সে গুনাহ থেকে এরূপ পবিত্র হবে, যেরূপ নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয় ।’
— রাসুলে আকরাম (সা.), নাসায়ি, পৃষ্ঠা: ২৩৯
‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবিহ নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে ।’
— হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারি, হাদিস: ৩৬

সৌদি আরবে তারাবির নামাজ কত রাকাত?

সৌদি আরবের মসজিদগুলোতে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করা হয়। এছাড়া মক্কা এবং মদীনা শরীফ ছাড়া অন্য অন্য মসজিদগুলোতে 8 রাকাত তারাবির নামাজ আদায় করা হয়। এছাড়া মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী হওয়ার কারণে সৌদির দুই প্রধান তারাবির নামাজ 20 রাকাত এর পরিবর্তে 10 রাকাত করার নির্দেশ দিয়েছিলেন বাদশা সালমান বিন আব্দুলাজিজ আল সৌদ। 
বিষয়টিকে বলা হয়েছে করনা পরিস্থিতি বিবেচনায় বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ওমরাহ পালন করি এবং তারাবির নামাজ আদায় করতে আসা মুসল্লিদের জন্য সর্বোত্তম পরিষেবার নিশ্চিত করার জন্য এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা ছিল সাময়িক সময়ের জন্য। 
তারাবির নামাজ দুই রাকাত করে মোট 20 রাকাত করে পড়তে হয়। তবে এক্ষেত্রে অকাট্য কোন দলিল নেই যে তারাবির রাকাত 20 রাকাত অবশ্যই পড়তে হবে। তারাবির নামাজ 8 রাকাত পড়া যায়।  আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম কখনও তারাবির নামাজ 20 রাকাত পড়েননি একথাটি একদমই সত্য এবং তিনি হাদীসে কোথাও সাব্যস্ত করেন নি যে তারাবির নামাজ 20 রাকাত। 

তারাবির নামাজের নিয়ম কানুন সম্পর্কে

প্রিয় পাঠক আমরা তারাবির নামাজের প্রাথমিক ধারণা পেয়েছি এখন আমরা তারাবির নামাজের নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত জানব। 

আমরা জানি তারাবির নামাজ রমজান মাসে করা হয় তাই তারাবির নামাজ পড়ার আগে আমাদেরকে অবশ্যই অজু করে পবিত্র হয়ে নিও। 


অজু করার পর প্রথমে এশার চার ওয়াক্ত ফরজ নামাজ এবং দুই ওয়াক্ত সুন্নত নামাজ আদায় করতে হবে। 


তারাবির নামাজ সুন্নত হিসেবে ধরা হয় তাই এশার ফরজ এর চার ওয়াক্ত নামাজের পর এবং দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পর তারাবি নামাজের জন্য দুই রাকাত করে সুন্নতের নিয়ত করে আদায় করতে হয়। 

সাধারণত আমরা যেভাবে নামাজ পড়ে ঠিক সেই ভাবেই তারাবির নামাজ আদায় করতে হয় তবে তারাবির নামাজের যেসকল ব্যক্তিবর্গ মসজিদে গিয়ে বা জামাতের সাথে নামাজ আদায় করেন তারা তারাবির নামাজ রমজান মাসের সম্পূর্ণ কুরআন শরীফ থেকে দোয়া সমূহ নিয়োগ করে থাকে। 

এবং আপনারা যারা অসুস্থ বোধ করেন বা মসজিদে গিয়ে নামাজ পড়তে সমস্যা হচ্ছে তারা সাধারণভাবে আমরা যেভাবে নামাজ পড়ি ঠিক সেইভাবেই তারাবির নামাজ আদায় করতে পারেন। 

প্রতি চার রাকাত নামাজের পর তারাবির নামাজের মোনাজাত ধরতে হয় এক্ষেত্রে তারাবি নামাজের প্রতি দুই রাকাত শেষ করার পর মোনাজাত না ধরে উঠে আবার দু রাকাত পড়ে চার রাকাত সম্পন্ন হলে মোনাজাত ধরতে হয়। 

তারাবির নামাজের মোনাজাত আলাদা থাকে যদি কোন মুসলমান সেই মোনাজাত করতে পারেন তাহলে সেই মোনাজাত করতে পারেন আর যদি মোনাজাত মুখস্থ না থাকে তাহলে সাধারন মানুষের মত করে মোনাজাত করে নিতে পারেন। 


এভাবে একে একে বিশ্রামের সাথে সাথে 20 রাকাত তারাবির নামাজ পড়তে হয় কিন্তু যদি কেউ অসুস্থ থাকে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে তাহলে সে 8 টাকার 12 টাকার যেকোনো জোড় সংখ্যা হিসেব করে তারাবির নামাজ আদায় করতে পারে। 

তারাবির নামাজ সুন্নত নাকি নফল

তারাবির নামাজ অবশ্যই নারী-পুরুষ সকলের জন্য সুন্নতে মুয়াক্কাদা সুন্নতে মুয়াক্কাদা ওয়াজিবের মতই অর্থাৎ ব্যাপারে যেমন অবশ্যই জবাবদিহি করতে হবে তেমনি সুন্নাতে মুয়াক্কাদা ক্ষেত্রে জবাবদিহি করতে হবে তবে ওয়াজ অবশ্যই সুনিশ্চিতভাবে ছেড়ে দিলে শাস্তি পেতে হবে আর সুন্নতে মুয়াক্কাদা ছেড়ে দিলে সে মাফ পেয়েও যেতে পারে সেটা পরিস্থিতি বলবে। 

আমাদের দেশে তারাবির নামাজের প্রচলিত পদ্ধতি 

বাংলাদেশ সহ অন্যান্য দেশের মতো আমাদের দেশেও তারাবির নামাজের প্রচলিত দুইটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে সুরা তারাবি এবং অন্যটি হচ্ছে খতম তারাবী তারাপীঠ সাধারণ সূরা দিয়ে তারাবির নামাজ আদায় করা হয় এবং প্রথম তারাবীতে কুরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত খতম করা হয় নামাজের সূরা ভিতরে। 

প্রিয় পাঠক আজকে এই আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পারলাম তারাবির নামাজ কত রাকাত, সৌদি আরবে কত রাকাত ,তারাবির নামাজ আদায় করা হয় ,তারাবির নামাজ সুন্নত নাকি নফল, আমাদের দেশে প্রচলিত তারাবির নামাজের পদ্ধতি সম্পর্কে এছাড়া তারাবির নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে।  

আমাদের এই আর্টিকেলটি যদি আপনার ভাল লাগে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন এবং আমাদের গুগোল নিউজ অন করে রাখুন। 

Leave a Comment