খড়কুটো সিরিয়ালের আজকের পর্ব 5 মে এপিসোড আজকের এপিসোড

 খড়কুটো সিরিয়ালের আজকের পর্ব 5 মে এপিসোড আজকের এপিসোড

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নকমিটা একটু বেশিই পাচ্ছেন’, এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় হয়েছে ‘খড়কুটো’ ধারাবাহিকের গুঞ্জন চরিত্র নিয়ে। নেটদুনিয়ায় সিরিজের সর্বশেষ পর্বটি পুরোদমে চলছে। একদিকে ‘খোরকুটো বিদ্বেষী’, অন্যদিকে ‘খোরকুটো লাভার্স’। দুই পক্ষের মধ্যে ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়েছে। কেউ কারো সাথে কথা বলছে না।
গত বছরের আগস্ট থেকে স্টার জলসা চ্যানেলে শুরু হয়েছে ‘খোরকুটো সিরিয়াল’ সিরিজ। প্রধান চরিত্র বাবিন ওরফে সৌজন্যে অভিনয় করেছেন কৌশিক রায়। বিপরীতে গুনগুন চরিত্রে রয়েছেন তৃণা সাহা। প্রথম থেকেই গুনগুন চরিত্রটিকে সহজ-সরল দেখানো হয়েছে। বোকাবাক্সের দর্শকরাও পছন্দ করেছেন। সাম্প্রতিক একটি পর্বে সিরিজের আরেকটি চরিত্র দেখানো হয়েছে, রিজুর স্ত্রী মিষ্টি, গর্ভবতী হচ্ছে। কিন্তু গুনগুন বুঝতে পারে না। অনেক কষ্টে বাবিন তার স্ত্রীকে বিষয়টি ব্যাখ্যা করে।
খড়কুটো আজকের পর্ব 5 মে,খড়কুটো আজকের ফুল এপিসোড,খড়কুটো নতুন পর্ব।

Leave a Comment