টি নামের মেয়েরা কেমন হয়

 টি নামের মেয়েরা কেমন হয়

চেনা পরিচিত মানুষের চরিত্র কেমন বা তাঁর মানসিকতা কেমন তা নিয়ে বহু জনরেই বহু কৌতূহল থাকে। শুধু তাই নয়, সেলিব্রিটিদের মানসিকতা বা তাঁরা কেমন হয়, তা জানতেও মানুষের প্রচুর কৌতূহল থাকে। [আরও পড়ুন:নামের শুরুতে U থাকলে সেই মানুষ খুবই শৌখিন হন] এতদিন পর্যন্ত আমরা ইংরাজি বর্ণমালার Z থেকে U অক্ষর পর্যন্ত আলোচনা করেছি। এই অক্ষরগুলি নামের আগে থাকলে সে মানুষ কেমন হন, তা নিয়ে। এবার আলোচনা হবে T অক্ষর নিয়ে। এই বর্ণটি নামের আগে থাকলে সে মানুষরে গতিপ্রকৃতি কেমন হয়, তা জেনে নেওয়া যাক।
নামের আগে T থাকলে , তাঁরা শান্তিপ্রিয় মানুষ হন। যে কোনও ঝামেলা হয় এড়িয়ে যান। দুটি দিক সমান তালে ধরে রেখে এগিয়ে নিয়ে যাওয়ার এক অভূতপূর্ব ক্ষমতা এঁদের মধ্যে রয়েছে। ফলে যেকোনও পরিবেশে এঁরা মানানসই। কূটনৈতিকভাবে সজাগ এঁরা দুটি দিক ভালোভাবে বজায় রেখে চলা এঁদের পক্ষে ‘বাঁয়ে হাত কা খেল’! তাই যেকোনও পরিস্থিতি এঁরা কূটনৈতিকভাবে সামলায়। তাই সমস্যায় পড়লেও এঁরা সহজে কাটিয়ে বেরিয়ে আসতে পারে। এর ফলে সাফল্য এঁদের কাছে আসতেই থাকে। নিজের কাছে নিজে সৎ জীবনে এমন কোনো কাজ সাধারণত এঁরা করেন না , যার ফলে আয়নার সামনে দাঁড়ানো যায় না। তাই পরিস্থিতি যেমনই হোক, চাপ কাটিয়ে বেরিয়ে আসেন তাঁরা। নামের শুরুতে কারোর T থাকলে জানবেন , তিনি নিজে নিজের কাছে সব সময় সৎ থাকেন। সহ্য ক্ষমতা প্রবল এঁদের সহ্য ক্ষমতা প্রবল। তার আরেকটি কারণ, এঁরা মাথা ঠান্ডা মানুষ।চট করে রেগে যান না বলেই, পরিস্থিতি সামাল দিতে পারেন। আর সেজন্য শান্তি প্রতিষ্ঠায় এঁদের জুড়ি নেই! যে কারোর কোনও দরকারে এঁরা ঝাইপিয়ে পড়েন, ও তাঁকে যতটা সমর্থন দেওয়া যায়, ততটাই দিতে থাকেন। আর কী কী গুণ রয়েছে এঁদের ? বাইরে যতটা এঁরা দেখান যে এঁরা শান্ত প্রকৃতির, ততটাই ভেতর ভেতর এঁরা অশান্ত থাকেন। অনেক ক্ষেত্রে ধার্মিক বিষয়েরও বহু প্রশ্ন এঁদের মধ্যে জেগে ওঠে। যার সহজ উত্তর মো ভার। তাই মনের অশান্তি খানিকটা বেড়ে যায়। তবে কিছু ক্ষেত্রে এঁরা অপরের দ্বারা চালিত হন। তাই বিপদে পড়ার আশঙ্কা থাকে।
যারা জানেতে চান কোন নামের মেয়েরা কেমন হয় তাদের জন্য আজকের এ পোস্ট। আজকের এ পোস্টের মাধ্যমে আমি আপনােদের জানানোর চেষ্টা করবো যে, কোন নামের মেয়েরা কেমন হয় এবং তাদের চরিত্রে কোন গুনাবলী প্রকাশ পায়।
জ্যোতিষশাস্ত্র মতে, নামের প্রথম অক্ষর ব্যক্তি সর্ম্পকে বিশেষ অর্থ বহন করে। এবং প্রথম অক্ষরকে মূল্যায়ণ করেই আমরা জানতে পারবো চন্দ্র – সূর্যের, গ্রহ – নক্ষত্রের  প্রভাবে সেই অক্ষরের ব্যক্তিদের স্বভাব চরিত্র ও আচরণগত বৈশিষ্ট্য কেমন হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন অক্ষরের মেয়েরা কেমন হয় ও কোন নামের মেয়েরা কেমন হয়ঃ

পোস্টসূচিঃ কোন নামের মেয়েরা কেমন হয় জেনে নিন (2022 আপডেট)

নামের আদ্যক্ষর দিয়ে মেয়েদের রাশি নির্ণয়
কোন নামের মেয়েরা কেমন হয়
পরিচিত কিছু কমন নামের মেয়েরা কেমন হয় জেনে নিন
নামের আদ্যক্ষর দিয়ে মেয়েদের রাশি নির্ণয়
আগেই বলে রাখি যে, মানুষের চরিত্র বা বৈশিষ্ট্য নাম দিয়ে মূল্যায়ন করা  খুব একটা সহজ বিষয় নয়। কারণ, একটি ব্যক্তির চরিত্র গঠন হয় সে কোন ধরণের পরিবেশ ও পরিস্থির মধ্যে বড় হয়েছে। তার পরিবার থেকে শুরু করে সামাজিক এমন কি তার ব্যক্তিগত পরিমন্ডল এ ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। তবে জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আমরা নামের প্রথম অক্ষর দিয়ে চরিত্রের একটি মোটামুটি ধারণা লাভ করতে পারি। এজন্য রাশি একটি গুরুত্বপূর্ণ বিষয়। 
নামের আদ্যক্ষর দিয়ে আমরা জানতে পারি কোন মেয়ে বা জাতিকার কোন রাশি। এবং এ রাশি অনুযায়ী কোন মেয়ে কেমন হয়। এজন্য আমরা যে মেয়ের সর্ম্পকে জানতে চাচ্ছি তার আদ্যক্ষর অনুযায়ী তার কোন রাশি তা জানা প্রয়োজন। কারণ, এ রাশির মধ্যে লূকিয়ে আছে তার চরিত্রের আসল রহস্য। চলুন জেনে নেওয়া যাক আদ্যক্ষর অনুযায়ী মেয়েদের রাশি কি হতে পারে:

আরো পড়ুন: মেয়েদের ইসলামিক নাম অর্থসহ জেনে নিন

মেষ রাশিঃ যেসব মেয়ের নামের প্রথম অক্ষর অ,আ,ল দিয়ে শুরু হয় জ্যোতিষ শাস্ত্রমতে তারা মেষ রাশির জাতিকা বলে পরিগনিত হয়।
 বৃষ রাশিঃ জ্যোতিষ শাস্ত্রমতে যেসব মেয়ের নামের প্রথম অক্ষর উ,ঊ,ই,এ,ও,ব হয়, তারা বৃষ রাশির জাতিকা।
মিথুন রাশিঃ যেসব মেয়ের নামের প্রথম অক্ষর ক,ঘ,ঙ,ছ দিয়ে শুরু হয় তারা মিথুন রাশির অন্তর্ভুক্ত। 
 কর্কট রাশিঃ ড,হ দিয়ে শুরু হলে তাদেরকে কর্কট রাশির জাতিকা বলা হয়।
 সিংহ রাশিঃ ম,ট  দিয়ে শুরু হলে তাদেরকে সিংহ রাশির জাতিকা বলা হয়।
কন্যা রাশিঃ ঠ,প,ব,ন দিয়ে যেসব মেয়ের নাম শুরু হয় তাদেরকে কন্যা রাশির জাতিকা বলা হয়।
 
তুলা রাশিঃ র,ত দিয়ে যেসব মেয়ের নাম শুরু হয় তাদেরকে তুলা রাশির জাতিকা বলা হয়।
 বৃশ্চিক রাশিঃ ন,য  দিয়ে শুরু হলে তাদেরকে বৃশ্চিক রাশির জাতিকা বলা হয়।
 ধনু রাশিঃ জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যেসব মেয়ের নামের প্রথম অক্ষর িধ,ড,ফ,ড়,ঢ় দিয়ে শুরু হয় তাদেরকে ধনু রাশির জাতিকা বলা হয়।
 
মকর রাশিঃ খ,জ দিয়ে শুরু হলে তাদেরকে মকর রাশির জাতিকা বলা হয়।
কুম্ভ রাশিঃ গ,শ,ষ,স দিয়ে যেসব মেয়ের নাম শুরু হয় তাদেরকে কুম্ভ রাশির জাতিকা বলা হয়।
মিন রাশিঃ চ,ঞ,ঝ,থ,দ দিয়ে যেসব মেয়ের নাম শুরু হয় তাদেরকে কুম্ভ রাশির জাতিকা বলা হয়।
কোন নামের মেয়েরা কেমন হয়
নাম দিয়ে কি আসলেই মানুষ চেনা যায়? প্রশ্নটা থেকেই যায়। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে নামের উপর চারিত্রিক বৈশিষ্ট্য অনেকাংশে প্রভাব ফেলে।তাই ব্যক্তির নামের অক্ষর অনুযায়ী ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য অনেকাংশে নির্ভর করে।
আরো পড়ুন ঃ হিন্দু মেয়েদের অর্থসহ নাম জেনে নিন
জ্যোতিষ শাস্ত্রেও বলে যে, নামের প্রথম অক্ষর ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য ব্যাপক অর্থবহন করে। একজন ব্যক্তিসম্পর্কে আমরা জানতে েচাইলে নামের প্রথম অক্ষর আমাদের ব্যাপকভাবে সাহায্য করে এবং ব্যক্তি সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারি। তাই মেয়েদের নামের প্রথম অক্ষরকে ব্যবহার করে আমরা সেই মেয়ে সর্ম্পকে একটা প্রাথমিক ধারণা লাভ করতে পারি।এবার জেনে নেওয়া যাক কোন অক্ষরের মেয়েরা কেমন হয়ঃ
A দিয়ে শুরু নামের  মেয়েরা কেমন হয়
জ্যোতিষশাস্ত্রে বর্ণমালা ভিত্তিক অক্ষর দিয়ে কিভাবে মেয়েদের চারিত্রিক বৈশিষ্ট্য, আচার – আচরণ, ও তাদের প্রকৃতি কেমন হয় তা ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তাই এই পর্বে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো A দিয়ে শুরু নামের  মেয়েরা কেমন হয়। চলুন জেনে নেই।
A নামের মেয়েরা অত্যন্ত কর্মঠ, ধৈর্যশীল ও আকর্ষনীয় হয়। তারা বেশির ভাগ ক্ষেত্রে স্মার্ট ছেলেদেরকে পছন্দ করে।
যেকোন পরিস্থিতিতে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে।
যেকোন কাজ করার আগে সে সর্ম্পেকে স্পষ্ট ধারণা রাখতে পছন্দ করে এবং কোন কাজ শুরু করে 
মাঝপথে ছেড়ে দেওয়ার প্রবণতা কম থাকে। A নামের মেয়েরা জীবনের বেশিভাগ ক্ষেত্রে সফল হয়ে থাকে।
A নামের মেয়েদের মানসিকতা অত্যন্ত সংবেদনশীল ও উদার প্রকৃতির  হয়ে থাকে। যেকোন ব্যক্তির 
বিপদ দেখলে তারা নিজেকে স্থির রাখতে পারে না । তাদের মাঝে মানুষের বিপদে আপদে সাহায্য করারা প্রবণতা দেখা যায়।
প্রেমের ক্ষেত্রে A নামের মেয়েরা বেশির ভাগ ক্ষেত্রে নিরব থাকে। ভালবাসা প্রকাশে তেমন একটা  আগ্রহ দেখায় না।

B দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয়

আদ্যক্ষর দিয়ে যদি মেয়েদের বৈশিষ্ট্য জানা যায় তাহলে স্বভাবেই মনে প্রশ্ন জাগে B দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয়? সংখ্যাতত্ত্বের এ নিয়মটি অতি প্রাচীন একটি নিয়ম ।  ইংরেজি বর্ণমালা অনুযায়ী দ্বিতীয় অক্ষর হচ্ছে B। এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী সংখ্যা হচ্ছে ২। চলুন জেনে নেওয়া যাক যাদের নামের প্রথম অক্ষর B রয়েছে তারা কেমন হয়। 
B দিয়ে শুরু নামের মেয়েরা দায়িত্ববান হন। যেকোন দায়িত্ব গ্রহন করলে তা শেষাবধি সে দায়িত্ব পালন করেন। মাঝপথে দায়িত্ব ছেড়ে দেওয়ার খুব একটা প্রবণতা দেখা যায় না।
B দিয়ে শুরু নামের মেয়েরা রোমান্টিক ধরনের হয়ে থাকে। ।ভালবাসার ক্ষেত্রে বেশ যত্নবান হন। 
এই নামের মেয়েদের অন্যকে সাহায্য করার ব্যাপক উদ্যোম ও আগ্রহ দেখা যায়।
B দিয়ে শুরু নামের মেয়েরা পরিবারকে খুব ভালবাসেন এবং পরিবারের সুখের জন্য যেকোন সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকেন।
এই নামের মেয়েরা বন্ধুত্বশুলভ হয়ে থাকেন। বন্ধু-বান্ধবকে সাহায্য করার ইতিবাচক প্রভাব সবসময় এদের মধ্যে দেখা যায়। তাই বন্ধু হিস

L দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয়

L দিয়ে শুরু নামের মেয়েরা ভালোবাসা এবং রোমান্টিকতাকে প্রাধান্য দিয়ে থাকেন। 
 যে কোনও সম্পর্ককে ব্যাপক  গুরুত্ব দিয়ে থাকেন। কাউকে কষ্ট দিতে পারেন না। 
ছোট ছোট জিনিসেই এরা খুশি থাকেন। 
L দিয়ে শুরু নামের মেয়েরা সাফল্য লাভ করেন। সবসময় হাসি-খুশি থাকতে পছন্দ করেন।
 সাহিত্যকে পেশা হিসেবে বেছে নেন। অর্থাভাব হয় না।
M দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয় 
M দিয়ে শুরু নামের মেয়েরা খুব ভাবুক প্রকৃতির হয়ে থাকে। সব সময় গভীর চিন্তা-ভাবনায় ডুবে থাকেন। এ কারণে এরা অন্যের জন্য বিপদজনক হতে পারেন। প্রমাণিত হতে পারেন।  
কোনও কিছু একবার শুরু করলে সহজে ছাড়তে চান না।
ভাগ্য এদের সঙ্গে থাকেন। তাই অর্থ এবং সম্মান– দুই-ই এদের হাতের নাগালে থাকে। 
এই অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, তারা রাজনৈতিক ক্ষেত্রকে নিজের কেরিয়ার হিসেবে নির্বাচিত 
করেন। এরা সুবক্তা এবং লেখক।

N দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয়

N দিয়ে শুরু নামের মেয়েরা  আবেগপ্রবণ হয়ে থাকেন৷ 
সম্পর্কের গভীরতা বোঝেন৷ 
সবকিছুতেই নিজের কতৃত্ব ফলাতে চেষ্টা  করেন৷
O দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয়
O দিয়ে শুরু নামের মেয়েরা হাসিখুশি ও মজাদার স্বভাবের হয়ে থাকে।  
গুরুত্বের সাখে কাজ করে টাকা জমাতে পছন্দ করেন৷
অতিরিক্ত ইতিবাচক এদের সমস্যার কারণ হয়ে উঠতে পারে৷
P দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয়
P দিয়ে শুরু নামের মেয়েরা সামাজিকতা ও সামাজিক অবস্থান সম্পর্কে খুব সচেতন৷ 
নিজের পদমর্যাদার প্রতি ব্যাপক গুরুত্ব দিয়ে থাকেন। 
P দিয়ে শুরু নামের মেয়েরা রোমান্টিকতাকে পছন্দ না করলেও নিজে  রোমান্টিক থাকতে পছন্দ করেন। এদের পার্টনার সুন্দর ও ইন্টেলিজেন্ট হওয়াই কাম্য৷
Q দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয়
Q দিয়ে শুরু নামের মেয়েরা সবসময় নিজেকে কাজের মধ্যে রাখতে ভালোবাসেন৷
অন্যের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকাতে পছন্দ করেন। 
সাদা ফুল আপনার খুব পছন্দের৷
R দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয়
R দিয়ে শুরু নামের মেয়েরা নিজেকে সবসময় সেরা প্রমাণ করার প্রবণতা দেখায়।
মনের দিক থেকে উদারনৈতিক হয়ে থাকে। মানুষকে সাহায্য করতে পছন্দ করেন।
সম্পর্কের গভীরতা বোঝেন৷ ।
S দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয়
S দিয়ে শুরু নামের মেয়েরা  আদর্শবাদী হয়ে থাকে।
এরা রোমান্টিক প্রকৃতির হয়ে থাকে।
 দিয়ে শুরু নামের মেয়েরা সংবেদনশীল স্বভাবের  হয়ে থাকে। অন্যের দু:খ -কষ্ট সহ্য করতে পারেন না। 
কথা দিয়ে কথা রাখতে পছন্দ করেন৷
T দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয়
T দিয়ে শুরু নামের মেয়েরা খুব সংবেদনশীল হয়৷ 
ব্যক্তিগত পরিমন্যলে  কাউকে ঢুকতে দেন না৷ 
প্রেমে পড়লেও খুব একটা অনুভূতি প্রকাশ করতে পছন্দ করেন না।
U দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয়
U দিয়ে শুরু নামের মেয়েরা প্রেমকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে পছন্দ করেন৷  
প্রেমহীন জীবনের কল্পনাও আপনি করতে পারেন না৷
অন্যকে উপহার দিতে ভালোবাসেন৷
V দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয়
V দিয়ে শুরু নামের মেয়েরা অত্যন্ত স্বাধীনচেতা প্রকৃতির হয়ে থাকেন৷ 
সম্পর্কে ফাঁক রাখতে পছন্দ করেন৷
মাঝে মাঝে  ছটফটে স্বভাবের হয়ে থাকে৷
W দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয়
W দিয়ে শুরু নামের মেয়েরা  অত্যন্ত অহংকারী হয়ে থাকে৷ 
প্রেমের ব্যাপারে খুব তাড়াতাড়ি করে মুখ খুলতে চান না৷
W দিয়ে শুরু নামের মেয়েদের ইগো বেশি হয়ে থাকে৷
 প্রেমিক হিসেবে খুব একটা বিশ্বস্ত হতে পারেন না৷
X দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয়
X দিয়ে শুরু নামের মেয়েরা অল্পেতেই বোর হয়ে যান৷ 
একসঙ্গে দুটো কাজ অনায়াসে করার দুর্দান্ত ক্ষমতা রাখেন।
অলস প্রকৃতি হয়ে থাকেন।
Y দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয়
Y দিয়ে শুরু নামের মেয়েদের  কোনো কিছু পছন্দ না হলে তক্ষুণি তা ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা যায়৷ 
যে কোন প্রতিযোগিতায় নিজেকে সামিল করতে পছন্দ করেন।
Z দিয়ে শুরু নামের মেয়েরা কেমন হয়
Z দিয়ে শুরু নামের মেয়েরা  অত্যন্ত রোমান্টিক হয়ে থাকে৷ 
প্রেমিককে  আগলে রাখতে এরা খুব পছন্দ করে।
পরিচিত কিছু কমন নামের মেয়েরা কেমন হয় জেনে নিন
এ পর্বে আমি কিছু পরিচিত কমন নামের মেয়েরা কেমন হয় সে বিষয়ে আলোচনা করবো। আমরা প্রায় আামাদের চাপাশে থাকা মেয়েদের সম্পর্কে জানতে চাই। কিন্ত  আমাদের জেনে রাখা প্রয়োজন যে নাম দিয়ে ব্যক্তি সম্পর্কে সঠিক ধারণা নেওয়া ঠিক নয়। তবুও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি । চলুন শুরু করা যাকঃ
অরিন নামের মেয়েরা কেমন হয় জেনে নিন
অরিননামের মেয়েরা দেখতে সুন্দর হয়।  
পরিপাটি জীবনযাপন করতে ভালবাসে।
এরা মহৎ প্রকৃতির হয়। মানুষের সুখ-দু:খে পাশে থাকার প্রবণতা দেখা যায়।
অনামিকা নামের মেয়েরা কেমন হয় জেনে নিন
অনামিকা নামের মেয়েরা সহজ-সরল প্রকৃতির হয়ে থাকে।
এরা দেখতে খুব সুন্দর হয়।
এরা ব্যবহারের মাধ্যমে সবার মন জয় করে নিতে পারে।
আরিশা নামের মেয়েরা কেমন হয় জেনে নিন
আরিশা নামের মেয়েরা মিষ্টভাষী হয়ে থাকে।
এ নামে মেয়েদের সামান্যতে ইমোশনাল হওয়ার প্রবণতা দেখা যায়। 
মানুষকে সাহায্য করার প্রবনতা দেখা যায়।
নুসরাত জাহান নামের মেয়েরা কেমন হয় জেনে নিন
নুসরাত জাহান নামের মেয়েরা গুরুগম্ভীর প্রকৃতির হয়ে থাকে।
পরিচিত ব্যক্তি ছাড়া অন্যদের সাথে কথা বলার প্রবণতা একদম কত থাকে।
নুসরাত জাহান নামের মেয়েরা আধুনিক প্রকৃতির হয়ে থাকে।
সর্বোপরি এরা উন্নত ও মার্জিত চরিত্রের অধিকারী হয়ে থাকে।
রাইসা নামের মেয়েরা কেমন হয় জেনে নিন
রাইনা নামের মেয়েরা নেতৃত্বগুণ সম্পন্ন হয়। 
এরা সবাইকে নিয়ে কাজ করতে ভালবাসে স্বাচ্ছন্দবোধ করে। 
রাইসা নামের মেয়েদের নেতা হওয়ার সম্ভবনা বেশি থাকে।
মানহা নামের মেয়েরা কেমন হয় জেনে নিন
মানহা নামের মেয়েরা স্বাধীন প্রকৃতির হয়ে থকে।
এরা প্রধানত উচ্চকাঙ্ক্ষী হয়ে থাকে। ্এরা আত্মকেন্দ্রিক  হয়।
অন্যের মতামতকে উপক্ষো করার  প্রবণতা দেখা যায়।
রুসাইবা নামের মেয়েরা কেমন হয় জেনে নিন
রুসাইবা নামের মেয়েরা তুলনামূলক অন্যদের তুলনায় চালাক প্রকৃতির হয়ে থাকে।
এরা অন্যদের আয়ত্বে রাখতে পছন্দ করে।
রুসাইবা নামের মেয়রা মোটামুটি শান্ত স্বভাবের হয়ে থাকে।
সানজিদা নামের মেয়েরা কেমন হয়
সানজিদা নামের মেয়েরা একটু গোমড়া স্বভাবের হয়ে থাকে।
এরা চুপচাপ প্রকৃতি হয়ে থাকে।
নিজের সমস্যা অন্যের কাছে প্রকাশ করতে চায় না।
তানহা নামের মেয়েরা কেমন হয় জেনে নিন
তানহা নামের মেয়েরা একটু একাকী থাকতে পছন্দ করে। তবে সাধারণত এ নামরে মেয়েরা নরম প্রকৃতির ও দেখতে সুন্দর হয়ে থাকে।
নুসাইবা নামের মেয়েরা কেমন হয় জেনে নিন
নুসাইবা নামের মেয়েরা নম্র ও ভদ্র স্বভাবের হয়ে থাকে। 
মিথ্যা কথা বলতে অপছন্দ করে। 
নুসাইবা নামের মেয়েরা সংসারি হয়ে থাকে।
মারজিয়া নামের মেয়েরা কেমন হয়ে থাকে
মারজিয়া নামের মেয়েরা অত্যন্ত শান্ত ও ধর্মভীরু হয়ে থাতে।
এদের মানুষের সাথে মেশার প্রবণতা কম থাকে। 
মারজিয়া নামের মেয়েরা ঘরকুনো হয়ে থাকে।
সামিয়া নামের মেয়েরা কেমন হয় জেনে নিন
সামিয়া নামের মেয়েরা চঞ্চল প্রকৃতির হয়ে থাকে।
এরা বেশির  ভাগ ক্ষেত্রে মিশুক স্বভাবের হয়ে থাকে।
খূব সম্ভব এরা মিথ্যা কথাকে এড়িয়ে চলে।
রাইফা নামের মেয়েরা কেমন হয় জেনে নিন
রাইফা নামের মেয়েদের মন অতি উদার হয়ে থাকে।
এদের বেশির ভাগ ক্ষেত্রে সংবেদনশীল হতে দেখা যায়।
বিশেষ করে এদের মধ্যে করুণা দেখা যায়।
তাদের সাথে অন্যায় করলেও ক্ষমা করার প্রবণতা দেখা যায়।

Leave a Comment