Jamuna dhaki today episode 23 Febuary 2022 || যমুনা ঢাকি আজকের পর্ব
এক দিনে দু-দুটো সুখবর! বৃহস্পতিবার ৫০০ পর্ব ছুঁয়ে ফেলল ধারাবাহিক ‘যমুনা ঢাকি’। ওই দিনই রেটিং চার্টে তৃতীয় স্থান দখল করেছে ধারাবাহিকটি। উদযাপনে কি দ্বিগুণ মজা হল? সেট থেকে সরাসরি লাইভ অনুষ্ঠানে এসেছিলেন ধারাবাহিকের সমস্ত সদস্য। সেখানেই দেখা গিয়েছে, জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ উপহার পাঠিয়েছিলেন চকোলেট কেক। উপরে ভ্যানিলা ক্রিম দিয়ে সাজানো। কেকের বুকে সুন্দর করে আঁকা ধারাবাহিকের লোগো। পাশে জ্বলছে টুকটুকে লাল ৫০০ সংখ্যা লেখা মোমবাতি!
আনন্দবাজার অনলাইনের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিয়েছেন ‘যমুনা ঢাকি’ ওরফে শ্বেতা ভট্টাচার্য। ধারাবাহিকের পরিচালক, প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী। প্রযোজক ফোনে আনন্দবাজার অনলাইনকে প্রথম জানিয়েছেন গল্পের নতুন মোড়, ‘‘আগামী দিনে ধারাবাহিকে যমুনা বাংলাকে পৌঁছে দিতে চলেছে জাতীয় স্তরে। তার গর্বে গর্বিত হবে তার রাজ্য।’’ কী ভাবে? স্নেহাশিসের অনুরোধ, এর জন্য সবাইকে চোখ রাখতে হবে ছোট পর্দায়।
জি বাংলা যমুনা ঢাকি আজকের পর্ব 23 Febuary 2022
প্রবীণ অভিনেত্রী সোমা দে থেকে কাঞ্চনা মৈত্র, দেবযানী চট্টোপাধ্যায়, কার্যনির্বাহী প্রযোজক, রূপটান শিল্পী— সবাই ছটফট করছেন, কখন কেক কাটা হবে! পুরো অনুষ্ঠান দর্শকদের সামনে তুলে ধরার দায়িত্ব নিয়েছিলেন যমুনার পর্দার স্বামী ‘সঙ্গীত’ ওরফে রুবেল দাস। কেক কাটা পর্বও দর্শকেরা দেখতে পান তাঁর মোবাইল থেকেই। উপস্থিত প্রত্যেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সমস্ত দর্শকদের। তত ক্ষণে দর্শকদের হয়ে এক টুকরো কেক নিজেই মুখে পুরে দিয়েছেন রুবেল!
যমুনা ঢাকি সিরিয়াল আজকের পর্ব 23 Febuary 2022
৫০০ পর্বের কিছু আগে থেকেই যমুনা ছদ্মবেশী। চিত্রনাট্য অনুযায়ী সে মৃতা। কে তার খুনি? সেই রহস্য ফাঁস করতেই আপাতত সে জ্যোতি সেন। চলনে-বলনে, সাজ-সজ্জায় ঝাঁ চকচকে নব্য প্রজন্মের প্রতিনিধি। শ্বেতার কথায়, ‘‘যমুনা ঢাকির মতোই জ্যোতিও আমায় চ্যালেঞ্জ ছুড়েছে। চরিত্রের দিক থেকে সে আধুনিকা, ভীষণ কর্কশ, উগ্র। ছক কষে প্রতিটি পা ফেলে। প্রচণ্ড বাস্তববাদী এবং ঠোঁটকাটা। যেটা যমুনা নয়। ও খুবই আটপৌরে, সাদাসিধে মেয়ে।’’ তা হলে কোন চরিত্র বেশি কাছের? সাফ জবাব এল, যমুনাকে এগিয়ে রাখবেন অভিনেত্রী। এই চরিত্রের কল্যাণে ঢাক বাজাতে শিখেছেন। সবাই তাঁকে ‘যমুনা’ হিসেবেই ভালবেসেছেন শুরু থেকে।
নাটক যমুনা ঢাকি আজকের পর্ব 23 Febuary 2022
জাতীয় স্তরে পৌঁছতে উগ্র আধুনিকতা খুব জরুরি? স্নেহাশিসের যুক্তি, একেবারেই না। নিজের খুনিকে ধরতে যমুনার এই ছদ্মবেশ। যখনই সে ঢাক কাঁধে নেয় তখনই সে পুরনো সাজে সেজে ওঠে। প্রযোজক-পরিচালক আরও উচ্ছ্বসিত, চলতি সপ্তাহে শুধু ‘খুকুমণি হোম ডেলিভারি’ বা ‘যমুনা ঢাকি’ নয়, ভাল ফল করেছে তাঁর সব ক’টি শো। একাধিক চ্যানেল মিলিয়ে এই মুহূর্তে তাঁর আটটি শো চলছে। পরিচালকের দাবি, সবগুলোই স্লট লিডার! মুখ্যমন্ত্রী দেখেছেন তাঁর ‘যমুনা ঢাকি’? আগামী দিনে ‘দিদি’র ছোঁয়া লাগবে বাংলার এই পুরনো লোকশিল্পে? স্নেহাশিসের কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় আমার সব ধারাবাহিক দেখেন। দিদি নিজেও গান-বাজনার সমঝদার। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে সেখানকার মানুষদের সংস্কৃতি, দুঃখ-দুর্দশা নিজের চোখে দেখেন। শুনেছি, ঢাক শিল্প এবং ঢাকিদের দিকে তাঁরও নজর রয়েছে।’’
যমুনা ঢাকি আজকের পর্ব দেখতে চাই 23 Febuary 2022
উৎসব কি ছাপ ফেলল ধারাবাহিকের গায়ে? এক ধাক্কায় নম্বর অনেকটাই কমেছে প্রায় সব ধারাবাহিকের।
মিঠাই থেকে রাসমণি হয়ে সর্বজয়া— বিপর্যয় থেকে ছাড় পায়নি কোনও ধারাবাহিকই। জি বাংলার সাত ধারাবাহিকের মধ্যে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইও। রেটিং চার্টে প্রথম সাতটি স্থান তাদেরই দখলে। ধারাবাহিকের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নোত্তরের অনুষ্ঠান ‘দাদাগিরি’।
তার মধ্যেই প্রথম স্থানে যথারীতি ‘মিঠাই’। ধারাবাহিক পেয়েছে ৯.৬। গল্পের মোড় ঘুরতেই এক লাফে দ্বিতীয় স্থানে ‘যমুনা ঢাকি’। তার নম্বর ৮.১। ‘যমুনা’র দাপটে কোনঠাসা ‘অপরাজিতা অপু’। এত দিনের দ্বিতীয় স্থান ছেড়ে আপাতত সে পঞ্চমে! প্রাপ্ত নম্বর ৭.২। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ‘উমা’ এবং ‘রাণী রাসমণি’। তাদের ঝুলিতে ৭.৪ এবং ৭.৩। গত কয়েক সপ্তাহ ধরে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছে দেবশ্রী রায় অভিনীত ‘সর্বজয়া’। ৬.৫ পেয়ে ষষ্ঠ। সপ্তমে ‘দাদাগিরি’। রিয়্যালিটি শো-এর ঝুলিতে ৬.৪ নম্বর।
- Jamuna Dhaki today episode
- Jamuna Dhaki serial Timing
- Jamuna Dhaki today episode
- Jamuna Dhaki Bangla Serial
- Jamuna Dhaki google drive
- Jamuna Dhaki watch online
- Jamuna Dhaki episode download
- Jamuna Dhaki 20 February
- Jamuna Dhaki today episode
- Jamuna Dhaki serial Timing
- Jamuna Dhaki today episode
- Jamuna Dhaki Bangla Serial
- যমুনা ঢাকি আজকের পর্ব
- যমুনা ঢাকি সিরিয়াল আজকের পর্ব
- যমুনা ঢাকি সিরিয়াল
- যমুনা ঢাকি নাটক
- যমুনা ঢাকি সিরিয়াল কালকের পর্ব
- যমুনা ঢাকি টুডে এপিসোড
- যমুনা ঢাকি আজকের দিনে
- যমুনা ঢাকি নাটক আজকের পর্ব
- যমুনা ঢাকি আজকের পর্ব দেখতে চাই
- Jamuna Dhaki today full episode,
- Jamuna Dhaki zee bangla,
- Jamuna Dhaki ajker episode,
- Jamuna Dhaki all episode,
- Jamuna Dhaki ajker full episode,
- Jamuna Dhaki new episode
- Jamuna Dhaki natok zee bangla
- Jamuna Dhaki bangla serials
- Jamuna Dhaki today episode zee5
- Jamuna Dhaki natok
- Jamuna Dhaki new part
- Jamuna Dhaki today episode
- Jamuna Dhaki serial Timing
- Jamuna Dhaki today episode
- Jamuna Dhaki Bangla Serial
- Jamuna Dhaki google drive
- Jamuna Dhaki watch online
- Jamuna Dhaki episode download
- Jamuna Dhaki 581 Episode
- Jamuna Dhaki Episode 581