করোনার ভয়ে ডাঃ ফরিদা ইয়াছমিন রোগী দেখা বন্ধ করে দিয়েছেন

 


শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর —উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াছমিন।


শরণখোলার অনেক রোগীদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা, শরনখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার “ফরিদা ইয়াসমিন” ম্যাডাম —এর কাছ থেকে চিকিৎসা সেবা নিবে।কিন্তু সেবা তো দুরের বিষয়,অনেকেই তাকে সরাসরি দেখিনি পর্যন্ত। অনেক সাধারণ রোগী আউট ডোর এ সেবা নিতে গিয়ে ফিরে আসছে। তার কাছ থেকে সেবা নিতে হলে পার্সোনাল ভাবে দেখাতে হয়, কিন্তু এখন নাকি তাও দেখা বন্ধ করা দিয়েছে। ,
বর্তমান মহামারী পরিস্থিতিতে একজন ডাক্তারের উচিত তার দায়িত্ব এবং কর্তব্য পালন করা। কারণ আমরা জানি ,একজন ডাক্তার তিনি শুধু ডাক্তারই নন, তিনি একজন সেবক এবং তার উচিত তার সেবা যথাযথভাবে পালন করা,নিশ্চিত করা।
কিন্তু সেই যদি করোনাভাইরাস কে ভয় পেয়ে রোগী দেখা বন্ধ করে দেয় ,তাহলে অন্যান্য ডাক্তারদের দেশ থেকে পালিয়ে যাওয়া উচিত। মাথা যদি ঠিক না থাকে লেজ এমনিতেই লেজ গুটিয়ে পালাবে।এটা শুধু শরণখোলা নয় ,বাংলাদেশের অনেক থানাতেই এরকম অবস্থা বিরাজমান।
তাই শরণখোলা প্রেসক্লাবের সকল শ্রদ্ধেয় সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই বিষয়টি খতিয়ে দেখুন। একমাত্র আপনারাই পারেন সত্য উন্মোচন করতে এবং জনসাধারণের মাঝে প্রকাশ করতে। তাই সাধারন জনগন আপনাদের উপর আশাবাদী হয়ে তাকিয়ে আছে।

Verification code text : 41GFDSA4CGHAYDB2@

Leave a Comment